সত্যের সন্ধানে অবিরাম

মধ্যনগর ২৪৩ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

0

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে ২৪৩ বস্তা ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায় – মধ্যনগর থানার এসআই রফিজুল মিয়া ও এসআই তপন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২৪৩ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান (৩০)।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানাধীন কালাঘর গ্রামে পলাতক আসামি মোস্তফা মিয়া ওরফে মস্তু এর বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামির হেফাজতে থাকা ১২ হাজার ১৫০ কেজি (২৪৩ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

মতামত দিন